১৬ই নভেম্বর, ২০২৫ 🔻 ১লা অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

বিনামূল্যে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা নিয়ে ‘বড় সুখবর’ দিল নভোএয়ার 

বিনামূল্যে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা নিয়ে ‘বড় সুখবর’ দিল নভোএয়ার 

শেয়ার করুন:

এবার অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রীদের অতিরিক্ত ২০ কেজি ব্যাগেজ বিনামূল্যে বহনের সুযোগ দিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। ওমরাহ পালনকারী যাত্রী এবং বিদেশগামী শিক্ষার্থীরা এই বিশেষ সুবিধা পাবেন।

বুধবার (২৭ আগস্ট) এ ঘোষণা দিয়েছে নভোএয়ার কর্তৃপক্ষ।

নভোএয়ার জানিয়েছে, এখন থেকে ওমরাহ পালনকারী ও বিদেশে অধ্যয়নগামী শিক্ষার্থীরা অভ্যন্তরীণ রুটে মোট ৪০ কেজি চেক-ইন ব্যাগেজ বহনের সুবিধা পাবেন। যদিও অভ্যন্তরীণ রুটে যাত্রীরা সাধারণত ২০ কেজি পণ্য চেক-ইন ব্যাগেজে ও ৭ কেজি পণ্য হ্যান্ড ব্যাগেজে বহনের সুবিধা পেয়ে থাকেন। প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে নভোএয়ারের যাত্রীরা এই সুযোগ পাবেন।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘নভোএয়ার সবসময় যাত্রীসেবার মানোন্নয়ন এবং যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী করে তুলতে বদ্ধপরিকর। তাই ওমরাহ যাত্রী ও বিদেশগামী শিক্ষার্থীদের ভ্রমণকে সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করতে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা দেওয়া হচ্ছে।’