শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার (৪ মে) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রসাশক মুহাম্মদ নজরুল ইসলাম । উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক ) গণপতি রায়,অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি উন্নয়ন ও মানবসম্পদ ব্যাবস্থাপনা) রোজিনা আক্তার ,সহকারি কমিশনার ভ’মি মুশফিকুর রহমান. কৃষি অফিসার জেরিন আহমেদ, অফিসার ইনচার্জ আছলাম আলী,স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শারমিন আলম ,উপজেলা বিএনপি নেতা ইকবাল হোসেন হিরু, আরিফুজ্জামান আরিফ, এমদাদুল হক নওশাদ,সাংস্কৃতিক ব্যাক্তি ওস্তাদ বায়েজিদ হোসেন, কাজী শওকত প্রমুখ । সভায় আগামী ২৫ শে বৈশাখ শাহজাদপুরে তিনদিন ব্যাপি উৎসব মুখর পরিবেশেন মধ্যে দিয়ে রবীন্দ্র জন্ম জয়ন্তি উৎসব পালন করা হবে বলে জানান প্রধান অতিথি । উক্ত প্রস্ততিমুলক সভায়, সাংস্কৃতিক ব্যাক্তি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।