২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

বিশ্বে প্রথম করোনামুক্ত হবে বাংলাদেশ: ড. বিজন

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম রিপোর্ট: বিশ্বে বাংলাদেশই প্রথম করোনামুক্ত হবে এবং দ্বিতীয়বার এ দেশে করোনা বিপর্যয়ের আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অণুজীববিজ্ঞানী ও সাভারের গণবিশ্ববিদ্যালয়ের (গবি) মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিজন কুমার শীল।

বুধবার (৩ নভেম্বর) বিকেলে গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
বিশিষ্ট অণুজীববিজ্ঞানী বলেন, ‘করোনাভাইরাসের নিয়মিত মিউটেশন (রূপ বদল) ঘটছে। বাংলাদেশে সংক্রমণ অনেক কমে এসেছে। আমি আগেই বলেছি, বাংলাদেশই প্রথম করোনামুক্ত হবে। দ্বিতীয়বার সংক্রমণের আশঙ্কা করছি না।’
করোনা ভয়াবহতা থেকে রক্ষায় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের সতর্ক করে যাচ্ছেন অধ্যাপক বিজন কুমার শীল। স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে মাস্ক পরার প্রতি গুরুত্বারোপ করছেন তিনি।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ বিজ্ঞানী করোনার প্রভাব বিস্তার রোধে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। গত বছর গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে করোনা শনাক্তকারী কিট উদ্ভাবক টিমের প্রধান হিসেবে কাজ করে আলোচনায় আসেন তিনি।