১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে শাহজাদপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন:

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে রবিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া স্বাস্থ্যকমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।

র‌্যালি শেষে স্বাস্থ্যকেন্দ্রের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. শাহাদৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুরাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলাম, ডা. নাজমুল হাসান, ডা. কাওসার আহমেদ এবং মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন।

এছাড়াও সভায় বিভিন্ন পেশার প্রতিনিধিদের মধ্যে সাংবাদিক সাগর বসাক ও মীর্জা হুমায়ুন বক্তব্য রাখেন। বক্তারা তামাক ও মাদকের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তামাকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।