২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

বিশ্ব রক্তদাতা দিবস পালিত হলো শাহজাদপুরে

শেয়ার করুন:

রক্ত দিন, আশার আলো দিন: একসাথে আমরা জীবন বাঁচাই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভা

শাহজাদপুর প্রতিনিধি:
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে “রক্ত দিন, আশার আলো দিনঃ একসাথে আমরা জীবন বাঁচাই” এই মানবিক ও সমাজ সচেতনতামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে পালিত হয়েছে এক বর্ণাঢ্য আলোচনা সভা।

শনিবার (১৪ জুন) প্রৌ এলাকার ঐতিহ্যবাহী রংধনু মডেল স্কুলে এ আয়োজন করে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের সম্মানিত চিকিৎসক ডা. শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনায়েতপুর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কাওসার আহমেদ, সহকারী অধ্যাপক সরওয়ারদী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন, অনলাইন রক্তদান কার্যক্রমের সভাপতি হাবিবুর রহমান এবং শিক্ষক উজ্জ্বল সরকার প্রমুখ।

বক্তারা বলেন, “একজন সুস্থ মানুষের শরীর থেকে রক্ত দিলে কোনো ক্ষতি হয় না বরং অন্যের জীবন রক্ষা হয়। রক্তদান একটি মহৎ কাজ, যা আমাদের সকলেরই করা উচিত।”

অনুষ্ঠান শেষে সমাজের নিঃস্বার্থ রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় সর্বোচ্চ ৬১ বার রক্তদানের অসাধারণ নজির স্থাপনকারী সহকারী অধ্যাপক আলমাছ আনছারীকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এই আয়োজনে অংশগ্রহণকারীরা রক্তদানের প্রতি মানুষের মনোভাব পরিবর্তনে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।