এম এ আলিম রিপন ঃ সুজানগরের বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা, সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ নেওয়াজ খান টিপু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার(২৮ আগস্ট) নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি গোলাম রসুল বকুল সহ ৫ পুত্র, ২ মেয়ে, রাজনৈতিক সহযোদ্ধা ও আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। জীবিতকালীন বর্ণাঢ্য জীবনে তিনি খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক এবং পরবর্তীতে ওই বিদ্যালয়েরই পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি সফলতার সাথে সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সফল এবং আদর্শ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা শাহ নেওয়াজ খান টিপুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর শোনার পরে মরহুমের বাড়ীতে ছুটে যান সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর পরপরই মুহুর্তের মধ্যে এলাকার সর্বস্তরের নারী পুরুষ এই রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজ সেবক কে এক নজর দেখার জন্য খলিলপুর তার নিজ বাসভবনে ভীড় করেন। এ সময় শেষ বিদায় জানাতে আসা মানুষের চোখের জলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বীর মুক্তিযোদ্ধা শাহ নেওয়াজ খান টিপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সাবেক সংসদ সদস্য খোন্দকার আজিজুল হক আরজু, সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী,সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী,উপজেলা আ,লীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ^াস, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার ,সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিনুজ্জামান মতিন,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ । এদিকে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেন, বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহ নেওয়াজ খান টিপু মৃত্যুতে আমরা একজন প্রকৃত দেশপ্রেমিক ও নিবেদিত প্রাণ রাজনৈতিক সঙ্গীকে হারালাম।