১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

বৃহস্পতিবার সকাল থেকে বেড়ায় ভোট , সকল প্রস্তুতি সম্পন্ন

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম রিপোর্টঃ রাত পোহালেই পাবনা বেড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হবে।উপজেলা নির্বাচন অফিস ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বুধবার (০৯ ডিসেম্বর) থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন।বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে বলে জানা গেছে।বেড়া নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মোঃ রেজাউল হক বাবু , বিএনপির মোঃ রইজ উদ্দিন ও জাতীয় পার্টির আলী আহাদ সহ তিন জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।এই নির্বাচনে উপজেলার ৬৮ টি কেন্দ্রে ২ লক্ষ ৩ হাজার ৮০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারি রিটার্নিং কর্মকর্তা মোছাঃ মাহমুদা আক্তার বলেন, উপ-নির্বাচন ঘিরে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, স্যানিটাইজার ও বিভিন্ন মালামালসহ বুঝিয়ে দেয়া হয়েছে। প্রিজাইডিং অফিসারবৃন্দ মালামাল নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে অবস্থান নিচ্ছেন।

 বৃহস্পতিবার ভোরে সকল কেন্দ্রে ব্যালট পেপার পৌছে দেওয়া হবে বলে তিনি জানান।প্রসঙ্গত: পাবনা বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের গত ১০ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে অকাল মৃত্যুতে পদ শূণ্য হয়। গত ৩ নভেম্বর নির্বাচন কমিশন থেকে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ই ডিসেম্বর।