বেড়া (পাবনা)প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলায় সাত বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে আলেফ উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার(১৭মে) বিকালে বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লায়। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) অলিউর রহমান জানান, উত্তেজিত মহল্লাবাসী আলেফ উদ্দিনের বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ভুত পরিস্থিতিনিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় ঐ মহল্লায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, পৌর এলাকার বৃশালিখা মহল্লার মৃত জয়নাল আবদীনের বড় ছেলে দুধ ব্যবসায়ী আলেফ উদ্দিন প্রতিবেশী সাত বছর বয়সী শিশু কন্যাকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজঘরে ডেকে নিয়ে যৌন নির্য়াতন চালায়। এ সময় তার চিৎকারে মহল্লার লোকজন এগিয়ে এলে সে দ্রুত দৌড়ে পালিয়ে যায় । পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা সদর হাসপাতালে পাঠিয়ে দেন।
বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাহমিনা সুলতানা জানান, যৌন নির্যাতনের স্বীকার ঐ শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা সদর হাসপাতেলের নিবির পরিচর্যা কেন্দ্রে (ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার) পাঠানো হয়েছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অলিউর রহমান জানান, এ বিষয়ে যৌন নির্যাতনের স্বীকার শিশুর মা বাদী হয়ে বেড়া থানায় মামলা করলে পুলিশ ৯/১ ধারায় মামলাটি গ্রহন করেছে। আশাকরি পুলিশ অভিযুক্তকে দ্রুতই আটক করে আইনের হাতে তুলে দিতে সক্ষম হবেন।
এদিকে উত্তেজিত মহল্লাবাসী অভিযুক্তকে আটক ও বিচার দাবি করে দফায় দফায় বিক্ষোভ মিছিল করছে।