১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

বেড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

শেয়ার করুন:

 

বেড়া(পাবনা)প্রতিনিধিঃ “আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২১ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধনে করা হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সবুর আলীর সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি প্রমুখ। এসময় উপস্থিত উপজেলা কর্মরত কর্মকর্তাবৃন্দ ও বেড়া প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।