১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

বেড়ায় আ’লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত

শেয়ার করুন:

আরিফ খান, বেড়া পাবনাঃ বাংলাদেশ আওয়ামীলীগ পাবনা বেড়া উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপজেলা আ.লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ছাড়াও কয়েক হাজার জনসাধারণের মিছিলে মিছিলে জনশ্রোতে বর্ধিত সভা পরিণত হয় জনসভায়। 

 শনিবার (২৮ নভেম্বর) বেড়া সরকারি ডিগ্রী কলেজ মাঠে বেলা সাড়ে দশটায় বর্ধিতসভা অনুষ্ঠিত হয়।

 বেড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলালের পরিচালনায় উক্ত সভায় উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু, এম.পি।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল রহিম লাল,জেলা আ’লীগের সহসভাপতি ও পাবনা-২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল ইসলাম আরজু, জেলা আ.লীগের সহ সভাপতি এম সাইদুল হক চুন্নু, পাবনা জেলা আ.লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, পাবনা জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ , জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. বেলায়েত আলী বিল্লু, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী বিজয় ভুষণ রায়, জেলা আ.লীগের কার্যকরী সদস্য এইচ এম ফজলুর রহমান মাসুদ ও জেলা আ.লীগের কোষাধ্যাক্ষ আলহাজ্ব আব্দুল হান্নান। 

উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, এম.পি। এছাড়াও সভায় বক্তব্য রাখেন, পৌর আ.লীগের সভাপতি মো. মানু মান্নান, উপজেলার মাসুমদিয়া ইউপি চেয়ারম্যান মো. মিরোজ হোসেন, রুপপুর ইউপি চেয়ারম্যান, মো. উজ্জল হোসেন, পুরান ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান রফিকুল্লা, কৈটলা ইউপি চেয়ারম্যান শওকত আলী, নতুন ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন,হাটুরিয়া-নাকালিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফিজুর রহমান প্রমুখ।

  উক্ত সভায় অতিথি উপস্থিত থাকার কথা ছিল বেড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনের আ.লীগের মনোনিত চেয়ারম্যান, রেজাউল হক বাবু’র কিন্তু গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকা খাজা ইউনুস আলী হাসপাতালে ভর্তি আছেন বলে জানা যায়। সামাজিক দুরুত্ব বজায় রেখে নেতাকর্মীদের জনশ্রোতের মাধ্যমে জনসভায় পরিণত হয় বর্ধিতসভা বলে জানান আয়োজকরা। এসময় বক্তারা বলেন, দেশের উন্নয়ও দলকে শক্তিশালী করতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে  দায়িত্ব পালন করতে হবে। এছাড়া তৃণমুলের নেতাকর্মীদের সঠিক মুল্যায়ন সহ এলাকা ভিত্তিক দলকে আরও সুসংগঠিত করতে কাজ করার আহবান জানানো হয়।