১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

বেড়ায় ইউপি নির্বাচন প্রার্থী পরিবর্তনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শেয়ার করুন:

 

বেড়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

 সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে  ইউনিয়নের পেঁচাকোলা চারমাথা মোড় এলাকায় এলাকাবাসীর এ বিক্ষোভ সমাবেশে স্থানীয় আওয়ামীলীগ নেতারাও বক্তব্য রাখেন।

বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ, ঐতিহ্যবাহী হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে মনোনয়ন দেয়া হয়েছে বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে। সে দীর্ঘদিন এই ইউনিয়নের চেয়ারম্যান হলেও তিনি জনগণের নূন্যতম প্রত্যাশা পুরণ করতে পারেননি। বর্তমান সরকারের উন্নয়নের বিন্দুমাত্র ছোঁয়াও ইউনিয়নবাসী পায়নি চেয়ারম্যানের গাফিলতি ও অবহেলার কারণে। আবারো তাকে আওয়ামীলীগের মনোনয়ান দেয়ায় নৌকা সমর্থকদের মধ্যে হতাশা নেমে এসেছে। অবিলম্বে এই অযোগ্য ব্যক্তির মনোনয়ন পরিবর্তনের দাবী করেন তারা।

বিক্ষোভ সমাবেশকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন হাঁটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ সরকার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজর আলী প্রাং, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতোয়ার হোসেন, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক মনি মন্ডল, ইউনিয়ন আওয়ামী নেতা আব্দুল বাতেন, আব্দুল করিম প্রমুখ।

বিক্ষোভ কারীদের অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, তিনি যোগ্য ও জনপ্রিয় প্রার্থী হিসেবেই মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন বঞ্চিতদের উষ্কানীতে অযথা গুজব ছড়ানো হচ্ছে।