১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

বেড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

শেয়ার করুন:

 

বেড়া-সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার বেড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় বেড়া উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে শহীদ আব্দুল খালেক স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল-হক বাবু।উপস্থিত নবনির্মিত পৌর মেয়র আসিফ শামস্ রঞ্জন। উপজেলা নির্বাহী অফিসার মোহা সবুর আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল বেড়া)কল্লোল কুমার দত্ত।বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)অরবিন্দ সরকার। আমিনপুর থানার অফিসার ইনচার্জ রওশন আলী।উপস্থিত ছিলেন উপজেলা ভাইছ চেয়ারম্যান মেজবাহ উল হক।উপজেলা মেডিকেল অফিসার ডা:ফাতেমা তুয জান্নাত।এসময় সভাপতির বক্তব্য মোহা সবুর আলী সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে সরণ করে বলেন ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। সবাইকে বেড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানাই মহান বিজয় দিবসের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ এবং নানা আন্তর্জাতিক কূটকৌশলকে পরাজিত করে আমরা অর্জন করেছি এই স্বাধীনতা। যাদের আত্মত্যাগে আমাদের এই বিজয় তাদের ঋণ কখনো শোধ হবে না। বঙ্গবন্ধুর রেখে যাওয়া সোনার বাংলাদেশকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১সালের মধ্যে একটি অসম্প্রদায়িক উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবো।