১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

বেড়ায় ৫ বিদ্রোহী প্রার্থীকে রহিস্কার

শেয়ার করুন:

বেড়া(পাবনা)প্রতিনিধিঃ দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী(স্বতন্ত্র) প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশ নেয়ায় ৫ প্রার্থীকে দল থেকৈ বহিস্কার করেছে বেড়া উপজেলা আওয়ামীলীগ। বেড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার শাহা স্বাক্ষরিত এক বিবৃতে জানানো হয়েছে, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান করে তারা দলের মধ্যে বিশঙ্খল্ াসৃষ্টি করছে। বিদ্রোহীরা দাবি করছেন নৌকার প্রার্থীরা  প্রশাসন ও রাষ্ট্রষন্ত্র ব্যবহার করে প্রভাব বিস্তার না করলে তাদের ভরাডুবি হবে।
আগামী ৫ জানুয়ারী বেড়া উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। অপর দুই ইউনিয়নের নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বহিস্কার প্রার্থীরা হলেন-১নং হাটুরিয়া-নাকালিয়া ইউণিয়নের আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ,  কৈইতরা ইউনিয়নের  আওযামীলীগ সদস্য মির্জা ইশতিয়াক আহম্মেদ প্লাবন, চাকলা ইউনিয়নের আওয়ামীলীেৈগর সাধারন সম্পাদক ইদ্রিস আলী সরদার ও যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাওন, নতুন ভারেঙ্গা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী বেড়া উপজেলা  আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু দাউদ।
বেড়া উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার শাহ নেতা-কর্মীদের নৌকার  বিজয়কে নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।