২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

বেড়া ও ঈশ্বরদী উপনির্বাচন আওয়ামীলীগের প্রার্থী বিজয়ী

শেয়ার করুন:

 

স্টাফ রিপোটারঃ  বেসরকারী ভাবে  উপনির্বাচনে পাবনার বেড়াতে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের রিজাউল হক বাবু ৯৭,৯০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রইজ উদ্দিন পেয়েছেন ৫,৫১১ ভোট।

ঈশ্বরদীতে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর
মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস ৯৭২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট
প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আজমল হোসেন সুজন পেয়েছেন ২২১৭ ভোট।
জাতীয়পাটির প্রার্থী পেয়েছেন ১০৭২ ভোট।