১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

বেড়া পৌর মেয়র ও কাউন্সিলদের শপথ গ্রহণ

শেয়ার করুন:

 

বেড়া (পাবনা)প্রতিনিধিঃ বেড়া পৌরসভার নির্বাচিত মেয়র কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল
বৃহস্পতিবার (২৩ ডিসম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে নবনির্বাচিত মেয়র এ্যাডঃআশিফ শামস রঞ্জন ১৩ জন কাউন্সিলদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার . হুমায়ুন কবির।
সময়
উপস্থিত ছিলেন স্থানীয় সরকার রাজশাহী বিভাগীয় উপপরিচালক . চিত্র লেখা নাজনীন স্থানীয় সরকার রাজশাহী বিভাগীয় পরিচালক জিয়াউল হক , বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আকতার প্রমুখ।
শপথ
গ্রহনকারী ওয়ার্ডকাউন্সির হলেন সংরক্ষিত ১নং পারভীন আকতার সীমা সংরক্ষিত ২নং নাজমা খাতুন সংরক্ষিত ৩নং নিলুফার রব লীনা। সাধারন ওয়ার্ড কাউন্সিলর  ১নং ওয়ার্ড আবু সাইয়িদ ২নং মিজানুর রহমান নান্না ৩নং ওয়ার্ড শাহাদাৎ হোসেন ৪নং ওয়ার্ড শামছুল আলম খান ৫নং ওয়ার্ড আমিনুল ইসলাম, ৬নং
সোহেল
মোল্লা, ৭নং ওয়ার্ড আলমগীর হোসেন,  ৮নং রাইসুল ইসলাম তারেক,
 ওয়ার্ড ৯নং
মোশরাফ
হোসেন রান্টু , ওয়ার্ড ১০নং ওয়ার্ড স্বপন মোল্লা।   

সকালে নির্বাচিত মেয়র কাউন্সিলরেরা তাদের  নেতা কর্মীর বহনকারী মাইক্রোবাস ব্যক্তিগত বিশাল গাড়ি বহর নিয়ে বিপুল উদ্দীপনা নিয়ে রাজশাহীতে শপথ নিতে যান।##