ইছামতিনিউজ২৪.কম রিপোর্ট:ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২০১৬ সালে ধানের শীষ প্রতীক নিয়ে নৌকার প্রার্থীকে পরাজিত করেছিলেন ময়মনসিংহের রোকন উদ্দিন। এবার তার ছোট ভাই শাহাদাৎ হোসেন টুটন ইউপি নির্বাচনে পেলেন নৌকা প্রতীক।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৬ নম্বর রাজগাতি ইউনিয়নে এমনই ঘটনা ঘটেছে। এনিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
সূত্র জানায়, পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে ময়মনসিংহের গফরগাঁও ও নান্দাইল উপজেলার ২৬ ইউনিয়নে নৌকার প্রার্থীর ঘোষণা করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি এসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
খোঁজ নিয়ে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে রাজগাতি ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইফতেকার মমতাজ খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবলু মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি উবায়দুর রহমান পাবেল ও গতবারের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা রোকন উদ্দিনের ছোট ভাই মো. শাহাদাৎ হোসেন টুটনের নাম কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে নৌকার মনোনয়ন পান ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান রোকন উদ্দিনের ছোট ভাই হাজি শাহাদাৎ হোসেন টুটন।
জানতে চাইলে শাহাদাৎ হোসেন টুটন বলেন, ‘আমি ছোটবেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রলীগ, যুবলীগ করেছি। এখন রাজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। দল আমার কার্যক্রম দেখেই আমাকে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক দিয়েছেন। আমার ভাই কোন প্রতীক নিয়ে নির্বাচন করেছে, সেটা আমার দেখার বিষয় নয়।’
বর্তমান চেয়ারম্যান ও টুটনের ভাই রোকন উদ্দিন বলেন, ‘আমি বিএনপির তেমন বড় কোনো পদে নেই। শুধু নামে বিএনপি করেছি। এখন তার ছোট ভাই যোগ্যতার প্রমাণ দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আমি নির্বাচন করবো না। ভাইয়ের জন্যই মাঠে কাজ করবো।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম বলেন, ‘নির্বাচনটাই এখন মুখ্য বিষয়। তবে কেউ যদি ভুলত্রুটি করে থাকে তাহলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Post Views: 16