২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

ভাঙ্গুড়ায় ট্রাক চাপায় নিহত-৩ ও আহত- ১

শেয়ার করুন:

ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় পাথর  বোঝাই  ট্রাকের চাপায় ৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত ,হয়েছে অপর  ১ জন। শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের টেবুনিয়া-বাঘাবাড়ি মিনি বিশ্বরোডের ভেড়ামারা টিকিটিকি মোড় এলাকায় এঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুর রশিদের দুই  ছেলে ইমন হোসেন(১৬) ,ইমরান হোসেন (১৮) ও  শফিকুল ইসলামের মেয়ে ছুম্মা খাতুন (১২)।  এসময় গুরুতর আহত হয় নুপুর নামের এক গৃহবধু। তারা সবাই ভাঙ্গুড়া ইউনিয়নের চরভাঙ্গুড়ার পূর্বসরকার পাড়ার বাসিন্দা। দুর্ঘটনার পর চালক ট্রাকটিকে নিরাপদ স্থানে নিয়ে রেখে পালিয়ে যায়।  পুলিশ ঘাতক ট্রাকটিকে( ঢাকা মোট্রো – ট ২০- ৪১২৮) আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা সকলেই চরভাঙ্গুড়া থেকে  অটোভ্যানযোগে শুক্রবার দুপুরের দিকে  হাটগ্রাম যাচ্ছিলেন।  রাঙ্গালিয়া রাস্তা পার হয়ে টেবুনিয়া – বাঘাবাড়ি মহাসড়কের টিকটিকি মোড়ে আসলে টেবুনিয়া গামি পাথর বোঝাই দ্রুতগামি ট্রাকটি আটোভ্যানকে চাপা দিলে ঘটনা স্থলেই ৩ জন  নিহত হয়। 

ড্রাইভার ট্রাকটিকে কিছুদুর নিয়ে গিয়ে রাস্তায় রেখে পালিয়ে যায়। ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন,  ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে ।