১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ দেখছে বাংলাদেশ

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম রিপোর্ট: কলকাতার অপূর্ণ কাজ কি দোহায় সারতে পারবে বাংলাদেশ? আফগানিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়েও সমতা ফেরানো দলটির মনে হচ্ছে সম্ভব। তবে জিততে হবে একটি বড় পরীক্ষায়। নিজের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস বলছেন, ভারতকে সামলাতে হলে আটকাতে হবে তাদের গতিময় ফরোয়ার্ডদের।

২০১৯ সালের অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষ ড্র করেছিল বাংলাদেশ। ফিরতি লড়াই এবার দোহায়।
২০১৪-১৫ মৌসুমে আইলিগে ভারত এফসির কোচ ছিলেন ওয়াটকিস। সে সময় দেশটির ফুটবলারদের কাছ থেকেই দেখেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকে জানালেন, কোন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।
“সোমবার আমাদের সামনে আফগানিস্তানের চেয়েও বড় পরীক্ষা অপেক্ষা করছে। ভারতের বিপক্ষে খেলা, যারা র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে ৮০-৮৫ ধাপ এগিয়ে আছে।”