১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

ভাসানচর দেখতে গেলেন ৪০ রোহিঙ্গা নেতা

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম:-
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর বসবাসের উপযোগী কি না তা দেখতে গেছেন বাংলাদেশে আশ্রয় নেয়া 

রোহিঙ্গাদের ৪০ নেতা।
কমপক্ষে এক লাখ রোহিঙ্গাকে ওই দ্বীপে পাঠানোর পরিকল্পনা আছে সরকারের। এরই অংশ হিসেবে কক্সবাজারের উখিয়ার ট্রানজিট শরণার্থী ক্যাম্প থেকে শনিবার দুজন নারীসহ ৪০ রোহিঙ্গা ভাসানচরে যান।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গা প্রতিনিধিদলটি উখিয়া থেকে যাত্রা শুরু করেন। সকালে তারা চট্টগ্রামে পৌঁছে সেখান থেকে নৌবাহিনীর জলযানে করে ভাসানচরে যান।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহবুব আলম তালুকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সরকারের আশা যে রোহিঙ্গা নেতারা ভাসানচরের ব্যবস্থা দেখে এসে অন্য রোহিঙ্গাদের বোঝালে তারা সেখানে যেতে রাজি হবেন।
সেনাবাহিনীর রামু-১০ পদাতিক ডিভিশনের মুখপাত্র মেজর ওমর ফারুক বলেন,‘শনিবার ভোরে ৪০ জন রোহিঙ্গার একটি প্রতিনিধিদল ভাসানচরের গেছেন। তারা মঙ্গলবার ফিরবেন।
ভাসানচরে রোহিঙ্গা নেতাদের আগস্টের শুরুতে যাওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি।