১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

মরিচের ঝালে নাকাল ক্রেতারা

শেয়ার করুন:

ইছামতি নিউজ২৪ ডেস্ক:
টানা বৃষ্টি ও বন্যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। বাড়তি দামের বাজারে সবচেয়ে
বেশি উত্তাপ ছড়াচ্ছে কাঁচামরিচ। বাজার ও মানভেদে কাঁচামরিচ সর্বোচ্চ ১৬০-২০০ টাকায়
বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও বাজারে ৫০-৮০ টাকায় পাওয়া গেছে ১ কেজি মরিচ।
সোমবার সকালে রাজধানীর
কাঁচা বাজারগুলোতে কাঁচামরিচের দামের এই ঊর্ধ্বগতির খবর পাওয়া যায়।
কাঁচামরিচের দাম বাড়ার
বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিয়েছে। যেসব অঞ্চল থেকে
কাঁচামরিচ রাজধানীর বাজারগুলোতে আসতো। বন্যার কারণে সেসব অঞ্চল থেকে কাঁচামরিচ আসছে
না। বন্যার কারণে সরবরাহ কমেছে, ফলে মরিচের দাম বেড়েছে।
এদিকে এক ক্রেতা মজা
করেই বলছিলেন, খাওয়ার সময় কাঁচামরিচের ঝাল হজম করেছি, তবে বাজারে এসে এর দাম হজম করতে
পারছি না। দাম বাড়াতে অনেকটাই কমিয়ে কিনতে হয়েছে।