নাটোরের সিংড়া উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে মারধর ও প্রায় ছয় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে বিএনপির তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিংড়া থানায় হস্তান্তর করে। বুধবার আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, ১৮ মার্চ কলম বাজারে হিজলী গ্রামের মাছ ব্যবসায়ী নাইচ হোসেনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে তার কাছে থাকা ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নাইচ হোসেনের ছেলে মিঠু আলী বাদী হয়ে সিংড়া থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—নাছিয়ারকান্দি গ্রামের মৃত পরশ উল্লার ছেলে আবদুর করিম (৪৮), আলমগীর হোসেন (৩৮) ও রুবেল হোসেন (৩৬)। তারা স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।