৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

মাঝরাতে ঈশ্বরদীতে বাস উল্টে ১৬ যাত্রী আহত

শেয়ার করুন:

পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে মধ্যরাতে বাস উল্টে ১৬ জন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মিরকামারী মুন্নার মোড় লালন শাহ সেতু সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কুয়াকাটা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস উপজেলার মিরকামারী চাঁদআলী মোড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে উল্টে যাওয়া বাসের ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে।

ঈশ্বরদী মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র ইনচার্জ আবু হাসেম জানান, স্থানীয়দের খবর পেয়ে ঈশ্বরদী মর্ডান ফায়ার সার্ভিস, রূপপুর গ্রিনসিটি ফায়ার সার্ভিস ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেন। উদ্ধার অভিযানে আটকে পড়া ২০ যাত্রীকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৬ জন আহত হয়। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, সড়কে কে বা কারা কাদামাটি ফেলে যায়। এই কাদামাটির কারণে বাস নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।