মোটর বাইক কিনে না দেয়ায় পাবনার সাঁথিয়া উপজেলার পাগলা গ্রামে বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে আগুন দিয়ে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিকার দিনগত গভীর রাতে ওই গ্রামের ফজর আলীর ছেলে রাব্বী হোসেন (১৮) নিজ বাড়িতে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা আগুন নিভাতে ব্যস্ত হলে রাব্বি বাড়ির পাশে আম গাছের সাথে ফলায় ফাঁস নেয়। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষনা করে। পরে সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার কৎের মর্গে প্রেরণ করে। শুক্রবার সন্ধ্যায় তার লাশ স্থানীয়ও কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এদিকে রাব্বীর দেয়া আগুনে দিন মুজুর বাবার মুহুর্তে একটি চারাচালা ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
রাব্বীর পিতা ফজর আলী ও স্থানীয়রা জানান, সে মোটর বাইক কেনার জন্য প্রায় বাবা কে চাপ দিয়ে আসছিল। দিন মুজুর বাবা ফজর আলী ছেলের মোটর বাইক কেনার জন্য বাড়ির জমি বিক্রয়ের জন্য প্রমÍাব দেন। এলাকাবাসী জানান, রাব্বী ছোট থেকেই দূরন্ত ছিল। সে মোটরবাইকসহ বিভিন্ন সখের জিনিস ক্রয়ের জন্য পরিবারকে চাপ দিয়ে আসত।