ইছামতিনিউজটুয়েন্টিফোর.কম রিপোর্টঃ পাবনার সাঁথিয়ায় মানবিক সংগঠন তৎপরের উদ্যোগে অসুস্থ বিধাবা নারীকে চিকিৎসা খরচ দিয়ে আবারও মানবতার সেবায় এগিয়ে আসলো তৎপর। সংগঠনের সদস্যদের নিকট খবর আসে উপজেলার বিষ্ণুবাড়িয়ার গ্রামের মৃত বানাত মোল্লার স্ত্রী তারা ভানু (৯০) অসুস্থ। টাকার অভাবে সকলের নিকট সাহায্য কামনা করেছে। এমন তথ্যের ভিত্তিতে মানবিক সংগঠন তৎপরের সভাপতি ড. আমিরুল ইসলাম ও সম্পাদক নান্নু মিয়ার নির্দেশে সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাকিলুজ্জামন বিধবা তারা ভানুর চিকিৎসার জন্য তহবিল গঠন করেন। শনিবার বিকালে তারা ভানুর বাড়িতে গিয়ে তার মেয়ের হাতে চিকিতসা বাবদ নগদ অর্থ তুলে দেওয়া হয়। অসুস্থ বৃদ্ধা তারা ভানু হাসপাতালে থাকায় তার মেয়ের হাতে মানবিক সহায়তা প্রধান করা হয়। এসময় উপস্থিত ছিলেন তৎপরের সাংগঠনিক সম্পাদক শাকিলুজ্জামান, সহসাংগঠনিক আমিন উদ্দিন, প্রচার সম্পাদক সাংবাদিক উজ্জ্বল হোসেন ও সমাজ কল্যান সম্পাদক দেলোয়ার হোসেন।