
এ সময় বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, সাধারন সম্পাদক শহিদুর রহমান শহীদ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সিনি: সাংবাদিক ও বাংলাদেশ বেতারের সুশীল তরফদার, মাছরাঙা টিভির উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান উৎপল মির্জা, বাংলাভিশনের আখিনুর ইসলাম রেমন, ফোকাস বাংলার কামাল আহমেদ সিদ্দিকী, জনকন্ঠের কৃষ্ণ ভৌমিক, একুশে টিভির রাজিউর রহমান রুমি, একাত্তুর টিভির মোস্তাফিজ রহমান, পাবিপ্রবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি ডা. আওয়াল কবির জয়ম এটিএন নিউজের রিজভী জয় প্রমুখ।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান বলেন, মামলা প্রত্যাহার দাবিতে রবিবার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারক লিপি পেশ, সোমবার প্রতিবাদ সমাবেশ, মঙ্গলবার স্থানীয় সংবাদপত্রে জায়গা খালি রেখে প্রতিবাদের ঘোষণা দেন। এর পরেও মামলা প্রত্যাহার না করা হলে জেলার কর্মরত সকল সাংবিাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ৮ মার্চ জেলার বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে সাবেক এমপি আরজুর ভাতিজা পরিচয় দেয়া এক ব্যাক্তির বাড়িতে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়ার কথা জানান পুলিশ। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে ক্ষুব্ধ হয়ে তিনি এ মামলাটি দায়ের করেন।