১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

মাস্ক পরলে চশমা ঘোলা হচ্ছে? সমাধান জনেে ননি

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪করেসপন্ডেন্টঃ
পরবিশে পরস্থিতিরি কারণে মাস্ক এখন আমাদরে নত্যিসঙ্গী হয়ে উঠছে। তাই এই মাস্করে কারণে অনকে  সময় অনকে সমস্যায় পড়তে হয়। তার মধ্যে একটি হচ্ছে ফসে মাস্ক পরলে চশমার কাঁচ ঘোলা হয়ে যাওয়া।
ফসে মাস্করে মধ্যে দযি়ে শ্বাস-প্রশ্বাস নযে়ার কারণে বাষ্প জমে চশমার কাঁচ যে ঘোলা হয়ে যায় তা কাটানোর কছিু সহজ পরার্মশ আছে।
পরার্মশ এক: গুজে নয়ো পদ্ধতি
মাস্ক চশমার কাঁচরে উপর থাকবে না, মাস্ক থাকবে চশমার নিচে।
পরার্মশ দুই: টস্যিু ব্যবহাররে পদ্ধতি
মাস্করে উপররে অংশে পছেনে টস্যিু লাগয়িে ননি, বাষ্প শুষে নবোর জন্য।
পরার্মশ তনি: সাবান ব্যবহাররে পদ্ধতি
চশমার কাঁচ সাবান পানতিে ধুয়ে ননি। এতে কাঁচরে উপর বাষ্প ঠকোনোর একটা আস্তরণ তরৈি হয়ে যায়।