১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

মুক্তি পেল পরিচালক সৌম্যজিৎ আদকের চলচ্চিত্র “লক্ষ্য”

শেয়ার করুন:

বিনোদন
সংবাদ:
কুইনটেলস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে মুক্তি পায় চলচ্চিত্রটি।
কুইনটেলস
এন্টারটেইনমেন্ট এর ব্যানারে মুক্তি পেল পরিচালক সৌম্যজিৎ আদকের নতুন চলচ্চিত্র
“লক্ষ্য”। রেপ এর মত সমাজের চরম লজ্জার কঠিন সত্যকে ছবিতে তুলে ধরেছেন পরিচালক
সৌম্যজিৎ আদক।
“রেপ”
হল এই সমাজের একটি চরম লজ্জা। বর্তমান সময়ে প্রতিদিন খবরের হেডলাইনে থাকে রেপের খবর।
সেটা ছয় মাসের শিশু থেকে একজন বৃদ্ধার উপরে এই পাশবিক নির্যাতনের খবর কেড়ে নেয় খবরের
হেডলাইন। এমন এক বিষয়কে নিয়েই ছবি বানালেন সৌম্যজিৎ আদক।
তিনি
বলেন, এই পাশবিক কাজ যারা করে, তারা পশুর থেকেও নিচু মনের। তাদের এই পৃথিবীতে বেঁচে
থাকার কোনো অধিকার নেই। রেপ কোনো হিন্দু অথবা মুসলমান করে না, রেপ করে রেপিস্টরা। যাদেরকে
মৃত্যু দেয়া উচিত।
ছবির
প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরান বন্দ্যোপাধ্যায়, রিষব বাসু, নীল ভট্টাচার্য, রনজয়
বিষ্ণু, নেহা আমনদীপ, তারানাম হক। ছবির প্রতিটি চরিত্রে প্রতিটি অভিনেতা বাছাই করার
বিষয়ে পরিচালক তার দক্ষতার পরিচয় দিয়েছেন। কারণ ছবিটিতে প্রতিটি চরিত্র প্রশংসায় মুখরিত।
ছবির গল্প লিখেছেন নীলাঞ্জন মুখার্জি ও শিঞ্জান বাসু।