সাঁথিয়া প্রতিনিধিঃ
সাঁথিয়ায় আর.আতাইকুলা ইউনিয়ন পরিষদের আয়োজনে মুজিববর্ষ উৎযাপনের অংশ হিসেবে ইউনিয়ন বাসীর মধ্যে বৃক্ষের চারা বিতরন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার আর.আতাইকুলা ইউনিয়ন পরিষদ চত্বরে পরিষদের আয়োজনে ও ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেনের পরিচালনায় মুজিববর্ষকে স্মরনীয় করতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন চেয়ারম্যান আলহাজ মিরাজুল ইসলাম বিশ্বাস। ইউনিয়ন আ:লীগের কৃষি বিষয়ক সম্পাদক আরশেদ আলী সরদারের সভাপতিত্বে বৃক্ষ চারা বিতরণ পুর্বে আলোচনা সভায় বক্তব্য দেন চেয়ারম্যান আলহাজ মিরাজুল ইসলাম বিশ্বাস, ইউনিয়ন আ”লীগের যুগ্মসম্পাদক আব্দুল জব্বার, ওয়ার্ড সভাপতি প্রভাষক গোলাম মোস্তফা, সাবেক মেম্বর শাহাবুদ্দিন রেন্টু, আ”লীগ নেতা সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য শাহিন হোসেন গোল্লা প্রমুখ। এসময় ইউনিয়নের সদস্য/সদস্যা, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীসমাজ উপস্থিত ছিলেন।