২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

মুজিববর্ষ উপলক্ষে সাগরকান্দিতে বৃক্ষরোপণ

শেয়ার করুন:

আমিনপুর প্রতিনিধি ঃ প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও মুজিববর্ষ উপলক্ষে “মুজিব বর্ষের আহŸান,তিনটি করে গাছ লাগান” এই ¯েøাগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সোমবার (০৭ সেপ্টেম্বর) সাগরকান্দির সুইসগেট এলাকায় এ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন চৌধুরী। সাগরকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব। অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান,সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল কাদের রোকন, জেলা পরিষদ সদস্য শামছুর রহমান,সুজানগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, এ্যাডভোকেট শাহজাহান আলী মন্ডল,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব বলেন, প্রকৃতির অমূল্য ও প্রধান সম্পদ হচ্ছে বৃক্ষ,পৃথিবীকে বসবাসের উপযোগী করতে ও প্রাকৃতিক বিপর্যয়ের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। তাই মুজিবশতবর্ষে বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে,উঁচ-নিচু পতিত জমি, রাস্তার পাশে,নদীর পাড়ে সকলকে গাছ লাগাতে হবে। তিনি বলেন সৃষ্টির বুকে প্রাণিকূলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। বন্যা, খরা, ঝড়, টর্নেডো, জলোচ্ছ¡াস, ভূমিক্ষয়, জলবায়ু পরিবর্তন, শব্দদূষণ, মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ প্রতিরোধ করে।