২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

মেয়র প্রার্থী রেজার সমর্থনে সুজানগরে বিশাল মোটরসাইকেল শোডাউন

শেয়ার করুন:

 

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ আসন্ন সুজানগর পৌর নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও  জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজার সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে দলীয় নেতাকর্মী সহ পৌরসভার  বিভিন্ন এলাকার কর্মী সমর্থকেরা ৬ শতাধিক  মোটরসাইকেল নিয়ে  এ শোডাউন বের করে। উপজেলা পরিষদ চত্বর, পৌর বাজার, থানা চত্বর হয়ে পৌর শহরের ৯টি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোডাউনটি কলেজ গেটের সামনে গিয়ে শেষ হয়। উল্লেখ্য রেজাউল করিম রেজা ১৯৯৩ সালে সুজানগর উপজেলা ছাত্রলীগের  প্রচার সম্পাদক, পরে ২০০৩ সালে উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সফলতার সাথে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং পাবনা জেলা পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। রেজাউল করিম রেজা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়  তিনি বিভিন্ন ধরণের হামলা মামলার শিকার হয়েছেন । ওয়ান-ইলেভেনের সময় দলীয় সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তির দাবীতে রাজপথে করেছি আন্দোলন সংগ্রাম। আর করোনাকালে ব্যক্তি উদ্যোগে কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ  সহায়তা দেবার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি। গত পৌর নির্বাচনেও আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্তু  দনোনয়ন না পেলেও দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে ভূমিকা রেখেছি। তাই আওয়ামীলীগ থেকে এবারে দলীয় মনোনয়ন পেলে সুজানগর পৌরসভার মেয়র পদটি  দলীয় সভানেত্রী  প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে উপহার দেব। জননেত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করব বলে জানান রেজাউল করিম রেজা।##