১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন !

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম রিপোর্ট: ইউক্রেন সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। যেকোনো সময় বেঁধে যেতে পারে যুদ্ধ। এই নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের জনগণ। বুধবার (২ ফেব্রুয়ারি) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির শহরের স্কুলগুলোতে বিমান হামলার মহড়া অনুশীলন চলছে। এছাড়া দেশটির অনেক জনগণ পালানোর পথ তৈরির পরিকল্পনা করছে।
দেশটির রাজধানী কিয়েভের বাইরের বনভূমিতে সপ্তাহান্তে পেনশনভোগীরাও মহড়ায় যোগ দিচ্ছেন। তাতে যোগ দিচ্ছে বেসামরিক লোকজন। সেখানে প্রশিক্ষণ দিচ্ছেন দেশটির সেনারা।   
মহড়ায় অংশ নেওয়া ৬১ বছর বয়সী ভাসাল নাজাররাভ বলেন, ‘আমার মনে হয় না রাশিয়া এখন হামলা চালাবে। আমাদের অস্ত্র দেওয়ার জন্য পশ্চিমা মিত্রদের ধন্যবাদ।’
 ভাসাল নাজাররাভ আরও বলেন, আমার বিশ্বাস হয় না তারা কিয়েভে পৌঁছাতে পারবে কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। 
সাহরি কালিনিন নামে আরেক জন বলেন, ‘শত্রুরা আমাদের সীমান্তে। তাই আমাদেরও সবাইকে প্রস্তুত হওয়া দরকার।’
ইউক্রেন সীমান্তে রাশিয়ার এক লাখের বেশি সেনা মোতায়েন, এটি এক নম্বর বিষয় হয়ে উঠেছে দেশটির ব্যক্তিগত মালিকানাধীন প্রিয়মি টিভি চ্যানেলে।
এই টিভি চ্যানেলের উপস্থাপক তারাস বেরেজোভেটস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করেছেন।  
তারাস বেরেজোভেট নামে এই সাংবাদিক বলেন, ‘পুতিন একটি জাতিকে তার নিজের পছন্দ মতো কাজ করা বন্ধ করতে চান, যেমন সোভিয়েত নেতারা কয়েক দশক ধরে পূর্ব ইউরোপে করেছিলেন।’
এছাড়া ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সাধারণ মানুষও হাতে অস্ত্র তুলে নিচ্ছে। অনেকেই সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন। যুদ্ধ হলে যেন তারা দেশের জন্য লড়াই করতে পারে। তথ্যসূত্র: বিবিসি, ডয়েচে ভেলে