শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবহ কাছারিবাড়িতে ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত ৮ জুন ঈদের ছুটিতে কাচারিবাড়িতে ঘুরতে আসা এক দর্শনার্থীকে মারধরের ঘটনার পর ১০ জুন বিক্ষুব্ধ জনতা কর্তৃক অফিস ও অডিটোরিয়ামে ভাংচুরের ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেইসাথে সাংস্কৃতিক মন্ত্রণালয় কর্তৃক ৩ সদস্য কমিটি গঠণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক তদন্তে আসা প্রতœতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেন।
তিনি আরও জানান, রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী ১১ জুন শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আছলাম আলী জানান, এখনো কাছারিবাড়ির পক্ষ থেকে কোন অভিযোগ দ্বায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে দর্শনার্থী প্রবেশ অনির্ধিষ্টকালের জন্য বন্ধ রাখার বিষয়টি বুধবার (১১ জুন) কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান নিশ্চিত করে জানান, অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি প্রতœতত্ত্ব অধিদফতরের সরাসরি তত্ত্বাবধানে রয়েছে। গত মঙ্গলবার সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল রবীন্দ্র কাছাড়িবাড়ি পরিদর্শন করেছেন ।
উল্লেখ্য, গত ৮ জুন একজন দর্শনার্থী পরিবারের সদস্যদের নিয়ে কাছারি বাড়ি পরিদর্শনে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে বাকবিত-া হয়। একপর্যায়ে ওই দর্শনার্থীকে অডিটোরিয়ামের ভিতরে আটকিয়ে মারধর করে এবং বাঠাম দিয়ে পিটিয়ে আহত করে। সেই পিটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঐ ঘটনায় ভুক্তভোগী শাহনেওয়াজ বাদী হয়ে শাহজাদপুর থানায় ঐদিন রাতেই কাস্টোডিয়ান হাবিবুর রহমানকে ১নং আসামী করে একটি লিখিত অভিযোগ দেন। ঘটনার দুইদিন হয়ে গেলেও কার্যকর কোন ব্যবস্থা থানা পুলিশ না নেওয়ায় ঐ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা গতমঙ্গলবার(১০ জুন) শাহজাদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে উত্তেজিত জনতা কাছারিবাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামের দরজা, জানালা ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে এই প্রথম কাছাড়িবাড়ি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয় । বন্ধ থাকায় শত শত পর্যটক সকাল থেকে ফিরে যেতে দেখা গেছে ।