২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে ৫১৯ কোটি টাকার একনেক অনুমোদন

শেয়ার করুন:

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর জন্য ৫১৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্প একনেক সভায় অনুমোদন লাভ করায় সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যাপক আনন্দ-উৎসবের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী রংধনু মডেল স্কুলের উদ্যোগে বুধবার(৭ মে) বিকেলে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়।

আনন্দ মিছিলটি উপজেলা চত্বরসহ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রংধনু মডেল স্কুল চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা একনেকের অনুমোদনকে একটি ঐতিহাসিক অর্জন বলে উল্লেখ করেন। দীর্ঘ আন্দোলনের পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পেলেও এতদিন এর কোন স্থায়ী ক্যাম্পাস ছিল না। এই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি তার স্বপ্নের ঠিকানা পেতে যাচ্ছে।

এ উপলক্ষে স্কুল কতৃপক্ষের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হাসান তালুকদারকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন, সিনিয়র শিক্ষক সন্তোষ বসাক, আশরাফুজ্জামান, মামুন, মাসুদ, রেজোয়ান, শর্মিলি ও উষা রানী প্রমুখ।

বক্তারা বলেন, শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো গড়ে উঠলে এ অঞ্চল শিক্ষার ক্ষেত্রে নতুন এক দিগন্তের সূচনা করবে।