দলীয় সুত্রে জানা গেছে, ২০১৪ সালের ২০ ডিসেম্বর পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। দীর্ঘ ৭ বছর পরে আজ জেলা আ.লীগের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা ভীড় করছে দলীয় জেলা কার্যালয়ে।
শনিবার সকাল ১১টায় শহরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে (পুলিশ লাইনস মাঠে) সম্মেলন শুরু হবে। সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলার প্রথম সারির নেতারা নিজেদের প্রচার প্রচারণায় পুরো শহর জুড়ে পোস্টার, ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ড ঝুলিয়েছেন। প্রকৃত ত্যাগী নেতা কর্মীদের নিয়ে নবীণ ও প্রবীণের সমন্বয়ে জেলা কমিটি গঠনের দাবী তুলেছেন তৃণমুল নেতাকর্মীরা।
জেলা কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও দলের বর্তমান জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, সহসভাপতি সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাড. শামসুল হক টুকু এমপি, সহসভাপতি নুরুজ্জামান বিশ্বাস এমপি, সহসভাপতি সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ ইদ্রিস আলী বিশ্বাস, আ.স.ম আব্দুর রহিম পাকন, জেলা কৃষক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা তৌফিকুর আলম তৌফিক, সাবেক ভূমিমন্ত্রী ও প্রয়াত জেলা আওয়ামীলীগ সভাপতি শামসুর রহমান শরীফের মেয়ে মাহজেবিন শিরিন প্রিয়া। সাধারন সম্পাদক হিসাবে আলোচনায় রয়েছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য বর্তমান জেলা কমিটির সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড বেলায়েত আলী বিল্লু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারোফ হোসেন, সাধারন সম্পাদক সোহেল হাসান শাহীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মোঃ মাজহারুল ইসলাম মানিক, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের যুগ্নসাধারন সম্পাদক ইঞ্জিঃ আব্দুল আলিম, সাবেক ছাত্র নেতা কামরুল হাসান মিন্টু। এছাড়া সভাপতি ও সাধারন সম্পাদক হিসাবে আরো একাধিক প্রার্থী প্রচার প্রচারনা চালাচ্ছেন।
পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও দলের বর্তমান জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল জানান, সম্মেনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। জেলা আওয়ামীলীগে কোন দ্ব›দ্ব নাই। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিন্ধান্তই চুড়ান্ত।
বর্তমান সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করার জন্য স্বাস্থ্যবিধি মেনে সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পুর্বে এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ।
তিনি আরো জানান, সম্মেলন উদ্বোধন করবেন দলের কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য মোঃ আব্দুর রহমান। প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আ.লীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, এছাড়াও থাকবেন যুগ্মসম্পাদক তথ্য ও স¤প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, সভাপতিমন্ডলীর সদস্য রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক এএম কামাল হোসেনসহ কেন্দ্রীয় ও জেলা আ.লীগের নেতৃবৃন্দ।