১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

রোজিনার মুক্তির দাবীতে সাঁথিয়ায় সাংবাদিকদের মানববন্ধন

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)সংবাদদাতা: অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানীমূলক মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার দ্রæত মুক্তির দাবীতে পাবনার সাঁথিয়া প্রেসক্লাব বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

সাঁথিয়া প্রেসক্লাবের সামনে যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, সহসভাপতি মুনসুর আলম খোকন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক সভাপতি আব্দুদ দাইন, রতন কুমার দাস, আলী আহসান মুন্জু, সাবেক সাধারণ সম্পাদক মানিক মিয়া রানা, সাংবাদিক মীর নাজমুল বারী নাহিদ, আব্দুল হাই, আশিক ইকবাল রাসেল প্রমূখ।
বক্তারা বলেন, হামলা, মামলা, আটক, গ্রেফতারের মাধ্যমে হয়রানী করে অপরাধী ও দুর্নীতিবাজরা নিজেদের অপকর্ম ঢাকতে পারবে না। সাংবাদিকদের কলম চলবে। সাংবাদিকেরা সমাজের কথা, জনগনের কথা বলেন। তুলে আনেন নানা অনিয়ম, দুর্নীতি আর সমস্যা সম্ভাবনার কথা। সাংবাদিকেরা সত্য প্রকাশ করলেই তাদের টুটি চেপে ধরা হয়। এটা বন্ধ করতে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহনের জোরদাবী করেন।