১৬ই নভেম্বর, ২০২৫ 🔻 ১লা অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক | কালবেলা

শেয়ার করুন:

তুরস্কের রাজধানী ইস্তানবুলে ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে সেখানে ভূমিকম্প আঘাত হানে। এ সময় উত্তর-পশ্চিমের বিভিন্ন শহরও কেঁপে ওঠে। খবর এবিসি নিউজের।

তুরস্কের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, প্রাথমিকভাবে রিখটার স্কেল ৫ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে। এতে ভবনগুলো কেঁপে উঠে। মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসেন। এ সময় তারা সৃষ্টিকর্তাকে ডাকতে থাকেন।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ শহরগুলোতে পর্যবেক্ষক দলের মাধ্যমে খবর সমন্বয় করছে। এ ছাড়া উদ্ধারকারী দলও প্রস্তুত রাখা হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টেকিরদাগ প্রদেশের কাছে মারমারা সমুদ্র। স্থানীয় সময় বিকেল ২টা ৫৫ মিনিটে এটি ঘটে এবং প্রাথমিকভাবে এর গভীরতা ৬.৭১ কিলোমিটার (৪.১৭ মাইল) ধরা হয়েছে।

ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় জানিয়েছে, প্রাথমিক মূল্যায়নে কোনো ক্ষয়ক্ষতির লক্ষণ দেখা যায়নি। গত আগস্ট মাসে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালিকেসিরের সিন্দিরগিতে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে একজন নিহত এবং কয়েক ডজন আহত হয়। তারপর থেকে বালিকেসিরের আশেপাশের অঞ্চলে ছোট ছোট কম্পন অনুভূত হচ্ছে। এখনও আফটার শক আঘাত হানার শঙ্কা করা হচ্ছে।