১৩ই নভেম্বর, ২০২৫ 🔻 ২৮শে কার্তিক, ১৪৩২🔻 ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

শত শত গাছ আর হাজারের বেশি ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল 

শেয়ার করুন:

অধিকৃত পশ্চিম তীরের ‘আল-মুগাইর’ গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে বুলডোজার দিয়ে শত শত গাছ উপড়ে ফেলা হয়েছে। বেশিরভাগ গাছই জলপাই, যা ফিলিস্তিনিদের অর্থনীতি ও সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয় কৃষক আবদেলাতিফ মোহাম্মদ আবু আলিয়া জানান, তার ৭০ বছরের পুরোনো জলপাই গাছগুলো ধ্বংস করা হয়েছে। তিনি ও অন্যান্য গ্রামবাসী নতুন করে গাছ রোপণ শুরু করেছেন।

স্থানীয় কৃষি সংগঠক ঘাসান আবু আলিয়া বলেন, ইসরায়েল গ্রামে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং গ্রামবাসীদের চলে যেতে বাধ্য করছে। এটি ধীরে ধীরে পুরো পশ্চিম তীর জুড়ে ছড়িয়ে পড়বে।

এদিকে ইসরায়েলি বাহিনী রোববার (২৪ আগস্ট) গাজার বিভিন্ন এলাকায় অন্তত ৫১ ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, গত ৬ আগস্ট থেকে গাজা সিটির জেইতাউন ও সাবরা অঞ্চলে এক হাজারটির বেশি ভবন ধ্বংস করা হয়েছে।

আরব ও ইসলামিক দেশগুলো জরুরি বৈঠকের জন্য জেদ্দায় ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ওআইসি) সভায় মিলিত হয়েছে। গাজার মানবিক সংকট নিয়ে এ সভা আয়োজিত হয়েছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, ইসরায়েলি হামলায় সানার প্রেসিডেন্ট প্রাসাদ এবং জ্বালানি কেন্দ্রগুলোতে আঘাত করা হয়। ফলে অন্তত চারজন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। তথ্যসূত্র : আলজাজিরা, এএফপি।