১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

শনিবার থেকে আবারো সরগরম হচ্ছে বিসিবি

শেয়ার করুন:

নিজস্ব
প্রতিবেদন:
আবারো সরগরম হচ্ছে বিসিবি শনিবার থেকে। এককভাবে অনুশীলনের জন্য উন্মুক্ত
করে দেয়া হচ্ছে জিমনেশিয়ামের মাঠ।
জুনের
শুরুতে অনুশীলনের জন্য ক্রিকেট বোর্ড বরাবর আবেদন করেন মুশফিকুর রহিমসহ বেশ কয়েকজন
ক্রিকেটার। দেশের করোনা পরিস্থিতি খারাপ থাকায় অনুমতি দেয়নি বিসিবি। তবে মিরপুরসহ আটটা
স্টেডিয়াম প্রস্তুত করে রাখা হয়েছিল।
দেশের
করোনা সংক্রমণ কিছুটা কমে আসায়, স্বাস্থ্যবিধি মেনে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের
ব্যাপারে ইতিবাচক ক্রিকেট বোর্ড।

নিয়ে গত রোববার ৩৫ জন ক্রিকেটারদের সঙ্গে সভা করেছে মেডিকেল বিভাগ। এরই মধ্যে বিসিবিতে
নাম পাঠিয়েছেন কয়েকজন ক্রিকেটার।