শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মুহিতের হাতকে আরও শক্তিশালী করতে উপজেলার গাঁড়াদহ ৮নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেল ৫টায় উপজেলার টেপরি হাফিজীয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি গাঁড়াদহ ইউনিয়ন বিএনপির আয়োজনে গাঁড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল জব্বার,গাঁড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, গাঁড়াদহ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মমিনুল হক হিরা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল খালেকসহ ওয়াডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত উঠান বৈঠকে বক্তরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মুহিতের নেতৃত্বে সবাই ধানের শীষে ভোট দেবার জন্য আগ্রহ প্রকাশ করে বলেন, মুহিত ভাই আমাদেও ১৭ বছর ধরে লালন পালন করেছেন । ফ্যাসিষ্ট সরকারের আমলে একমাত্র মুহিত ভাই আমাদের উপজেলা বিএনপির সাথে জেল জুলুমের সাথী হয়েছিলেন। এখন অনেক নেতা কর্মী দলের মনোনয়নের জন্য ্এসেছেন । তাদের উদ্দেশে বলেন আপনারা ১৭ টি বছর কোথায় ছিলেন । দুঃসময়ে যারা দলের সাথে পাশে ছিলেন দেশনায়ক তাওে রহমান তাদেরকেই মুল্যায়ন করবেন । ##







