শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরের শতাব্দী প্রাচীন কেন্দ্রিয় ঋষিপাড়া কালি মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন ও ঢালাইয়ের কাজ শুভ উদ্ভোধন করা হয়েছে । গত ১৮ জুন বুধবার সকালে পৌর এলাকার মনিরামপুর ঋড়িপাড়া কালি মন্দিরের ঢালাইয়ের কাজ শুভ উদ্ভোধন করেন শ্বসান কমিটির সভাপতি মনোরঞ্জন সাহা ,সাংবাদিক সাগর বসাক,মনিব্দর কমিটির সভাপতি পলাশ চন্দ্র দাস, সাধারন সম্পাদক লিটন দাস , মন্দির কমিটিরি নেতা নিখিল চন্দ্র দাস, দেবাল চন্দ্র দাস সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । প্রায় ২ কোটি টাকা ব্যায়ে ৫ তলা বিশিষ্ট এ মন্দির নির্মান তরা হবে বলে জানান কমিটিরি নেতৃবৃন্দ । এছাড়া মন্দির নির্মানে দেশের সকল মানুষের সহযোগীতা কামনা করেন ।
Post Views: 99