২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

শাহজাদপুরে এনডিপি স্মার্ট প্রকল্পের আওতায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে

শেয়ার করুন:

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে এনডিপি স্মার্ট প্রকল্পের আওতায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে । গতকাল বুধবার দুপুর শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পিকেএসএফ ও বিশ্বব্যাংক এর অর্থায়নে এডিপি কর্তৃক বাস্তবায়িত বিশ্ব দুগ্ধ দিবস উৎযাপন উপলক্ষে দিনব্যাপি বর্ণাঢ্য র‌্যালি ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয় । পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান । স্কুলের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার মকবুল হোসেন , মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদৎ হোসেন,স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক মোঃ আব্দুল মালেক আকন্দ , সাংবাদিক সাগর বসাক সহ স্মার্ট প্রকল্পের সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ।
এ ছাড়াও অনুষ্ঠানে পরিবেশের উপাদান ও দূষণ, এবং এর প্রভাব ও উত্তোরন প্রক্রিয়া, দুর্যোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি ও বাস্তবায়ন কৌশল, নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা গবাদি পশু পালনে পরিবেশবান্ধব প্রযুক্তি ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের কৌশল সম্পর্কে বাস্তবসম্মত ধারণা লাভ করেন। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ (কুইজ, সাইকেল রেস, ও অন্যান্য খেলাধুলা) করা হয়, এছাড়াও স্কুলের শোভন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় ডাস্টবিন স্থাপন এবং প্লাস্টিক সামগ্রী ব্যবহারের পরিবর্তে স্কুলে শিক্ষক দের মাঝে কাঁচের সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়।