২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

শাহজাদপুরে ওলামা দলের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মত বিনিময় সভা

শেয়ার করুন:

শাহজাদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল শাহজাদপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠনের উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল শনিবার দুপুরে পৌর এলাকার সাবেক উপ-প্রধানমন্ত্রী ডাঃ এম মতিনের বাসভবনে এ মতবিমিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মুহিত । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রিয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ- দপ্তর সম্পাদক সাংবাদিক এনামুল হক । সিরাজগঞ্জ ওলামা দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাওলানা মোঃ আব্দুছ ছালাম এর সভাপতিত্বে ও হাফেজ মওলানা স্বপন সরকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু,সাবেক সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সিনিয়রসহ সভাপতি আব্দুল জব্বার,পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ,সাধারন সম্পাদক হাজী আইয়ুব আলী , জেলা ওলামা দলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব এইচ এম নূরনবী হোসাইন,বিএনপি নেতা,আব্দুল্লাহ আল-মামুন, জাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম চৌধুরী শাকিক, খন্দকার মাসুদ রানা,আবু বক্কার রঞ্জু, আল মামুন জুয়েল প্রমুখ । শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয় ।