১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

শাহজাদপুরে কেন্দ্রিয় বাসদ নেতা মিলূর মৃত্যুবাষিকী পালিত

শেয়ার করুন:

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলা বাসদের উদ্দ্যোগে গত শুক্রবার পৌর এলাকার মনিরামপুর বাজারে বাসদ কার্যালয়ে বাসদ কেন্দ্রিয় কমিটির সদস্য ও আজীবন বিপ্লবী কমরেড জাহেদুল হক মিলুর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে । উপজেলা বাসদের সভাপতি এ্যাডঃভোকেট আনোয়ার হোসেনের সভাপতিত্বে জাহেদুল হক মিলুর কর্মময় জীবনের উপর আলোচনা করেন বাসদ কেন্দ্রিয় কমিটির সদস্য নব কুমার কর্মকার,উপজেলা সাধারন সম্পাদক আতাউর রহমান পিন্টু, আব্দুল আলীম,হেলাল উদ্দিন,মোহাম্মদ আলী চান্নু,নূর ইসলাম,সুরু সোহরাব আলী প্রমুখ ।