১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

শাহজাদপুরে গ্রাম আদালত বিষয প্রশিক্ষন কর্মশলা অনুষ্ঠিত

শেয়ার করুন:

শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রাম আদালত
বিষয প্রশিক্ষন কর্মশলা অনুষ্ঠিত হয়েছে । ২৮ মে বুধবার সকালে শাহজাদপুর
ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষন কর্মশলায় সভাপতিত্ব করেন
উপজেলা নির্বাহী অফিসার মো কামরুজ্জামান । এতে বক্তব্য রাখেন উপজেলা সমাজ
সেবা অফিসার মকবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা
বেগম,উপজেলা কো- অডিনেটর মিজানুর রহমান প্রমুখ । সভায় প্রধান অতিথি
কামরুজ্জামান বলেন, বাংলাদেশে বিচার ব্যাবস্থার সর্বনিন্ম স্তর হচ্ছে গ্রাম
আদালত । গ্রামাঞ্চলের কিছু কিছু মামলার নিষ্পত্তি এবং তৎসম্পকীয় বিষয়াবলীর
বিচার সহজলভ্য করার উদ্দেশ্যে গ্রাম আদালত ১৯৭৬ এর আওতায় গঠিত একটি
স্থানীয় মীমাংসামুলক তথা সালিশী আদালত ।