১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

শাহজাদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

শেয়ার করুন:

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে শাহজাদপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে ) সকালে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। উপজেলা নির্বাহী মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শাহিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার মুরাদ হোসেন,জনস্বাস্থ্য প্রকৌশলী রিপন মিয়া,সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, ইনছার ভিডিপি অফিসার আব্দুল মোতালেব, রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর আয়শা আক্তার প্রমুখ ।
আলোচনা সভার পাশাপাশি শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুটি ভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ৬ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান করেন ইউএনও কামরুজ্জামান ।