২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

শাহজাদপুরে ফল মেলায় কৃষকের অংশগ্রহণ, দেশি ফল চাষে জোর দেওয়ার আহ্বান ইউএনওর

শেয়ার করুন:

শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ “দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ জুন বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়েছে ফল মেলা -২০২৫। উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশের মাটি ও আবহাওয়া ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। দেশি ফলের চাষ বাড়লে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে এবং কৃষকের আর্থিক উন্নয়ন সম্ভব হবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব জেরিন আহম্মেদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ বিল্লাল হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার জনাব শুভজিত রায়, কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা ইয়াছমিন এবং বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।মেলায় বিভিন্ন দেশি ফল, চারা গাছ, আধুনিক ফলচাষ পদ্ধতি ও প্রযুক্তির প্রদর্শনী স্থান করে নেয়।