১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি যৌক্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

শেয়ার করুন:

শাহজাদপুর প্রতিনিধি ঃ পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দাবি যৌক্তিক । এটি একনেকে উঠেছিল এখানে স্থায়ী ক্যাম্পাস নির্মান । এতে কারও কোন দ্বিমত নেই । তবে ক্যাম্পাস নির্মানের জন্য ৫ শ কোটি টাকা বরাদ্দ হয়েছে এটি কম না বেশী তা দেখার প্রয়োজন নাই । কাজ শুরু হলে আরও পাওয়া যাবে ।
গতকাল সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসের স্থান পোতাজিয়া স্থায়ী ক্যাম্পাসের জায়গা কালে আরও জানান এখানে এসে আমার দুটো জিনিষ দেখলাম একটি হল স্বপ্নের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আরেকটি হল এখানকার প্রাকৃতিক আবেদন । আমার আবার প্রাকৃতিক আবেদন দেখলে মন অন্য রকম অনুভ’তি হয় । এখানকার প্রাকৃতিক পরিবেশ ও গোচারন ভ’মি দেখলে আমি অভিভুত হয়েছি । তবে রবীন্দ্র নাথের কথা মনে উঠলে কার্বিক কার্বিক অনুভ’তি হয় । প্রকৃতিতে আঘাত আনে এমন কাজ করবেন না । এইযে আমরা সংস্কারের কথা বলি এর মানে এই যে সঠিক সময়ে সঠিক কাজ করা । তবে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হবার কথা বলেন কারন এদেশে আদর্শ মানুষের বড়ই অভাব । সিরাজগঞ্জ তাঁত শিল্পের পাবনা- সিরাজগঞ্জ । কিন্তু, এখন পরিচয় হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিরাজগঞ্জ । এসময় আরও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড, এস এম হাসান তালুকদার, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব ড. কাইয়ুম আরা বেগম,উপ-উপাচার্য ড. সুমন কান্তি বড়–য়া, জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন, ইউএনও মোঃ কামরুজ্জামান প্রমুখ ।