১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

শাহজাদপুরে শিশু লামিয়ার হত্যাকারী মাদরাসা ছাত্র আরাফাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ

শেয়ার করুন:

শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে সিগারেট খাওয়া দেখে ফেলায় শিশু লামিয়াকে নির্মমভাবে ধর্ষন ও হত্যা করে সেফটি ট্যাংকের মধ্যে ফেলে রেখে দেয়া হয়েছে । এ জঘন্য হত্যাকান্ডটি ঘটিয়েছে তারই আপন চাচাতো ভাই মাদরাসা ছাত্র আরাফাত হোসেন ।
(৫ জুন) বৃহস্পতিবা সকালে শাহজাদপুর থানা পুলিশ এক সংবাদ সন্মেলন করে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান পিপিএম । তিনি বলেন, ঘটনার দিন গত (৩ জুন ) দুপুরে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বিন্নাদাইড় গ্রামের নাজিম উদ্দিনে মেয়ে লামিয়া তার আপন চাচাতো ভাই বাঘাবাড়ি ফাজিল মাদরাসার শিক্ষার্থী ইউনুস আলীর পুত্র আরাফাত হোসেন (১৫) ওইদিন সিগারেট খাচ্ছিল । এ সময় লামিয়া সিগারেট খাওয়া দেখে ফেলে এক পর্যায়ে তার বাবাকে বলে দেবে বলে জানায় । এই জানানোর কথাই কাল হল তার । তখন শিশু লামিয়াকে মুখ চেপে ধরে একটি পরিত্যাক্ত ঘরের মধ্যে নিয়ে যায় এরপর মুখে গামছা পেঁচিয়ে হত্যা করে । পরে তাকে ধর্ষনের চেষ্টা চালায় । রাতে পাশের বাড়ির একটি পরিত্যাক্ত সেফটি ট্যাংকের ভিতর মুখের ভিতর গামছা টেপ দুই হাত পা বেঁধে ফেলে রেখে । এদিন রাতে থানার অফিসার ইনচার্জ ওই বাড়ি তল্লাশী করতে করতে ট্যাংকির মধ্যে থেকে লামিয়ার হাত পা বাধা লাশ উদ্ধার করে । একটি সুত্র ধরেই আলাফাত কে আটক করে । পরে আটক আরাফাত পুলিশের নিকট স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয় এবং আসামী আরাফাত তার ব্যাবহৃত একটি টর্চ লাইট জব্দ করে । এদিকে সংবাদ সন্মেলনে ওসি আছলাম আলী জানান, সে হত্যা করে স্বাভাবিকভাবে চলাফেরা করছিল এবং লামিয়ার পরিবারের সাথে খোজাখুজি করছিল । এ ঘটনায় নিহতের পিতা নাজিম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে । অন্যদিকে শিশু লামিয়াকে নির্মমভাবে হত্যা ঘটনার গোটা শাহজাদপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । টক অব দ্যা টাউনে পরিনত হয় ।