সাগর বসাক- শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভাঙ্গন কবলিত এলাকা বলে পরিচিত কৈজুরী ইউনয়নের হাটপাচিল গ্রামে ঘর দেয়ার মাধ্যমে সেঞ্চুরী করলেন শাহজাদপুরের হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাষ্ট্র । গতকাল (২৮ জুন) শনিবার বিকেলে উপজেলার হাট পাচিল গ্রামে অসহায় আমিনা খাতুন কে ১০০ শত নতুন ঘর উপহার দেয়া হয় । তিনি জীর্ণ কুড়ে ঘরে বসবাস করতেন । তার ৪টি মেয়ে এর মধ্যে ২ টি মেয়ে প্রতিবন্ধি আর ১ মেয়েকে দত্তক দিয়েছে । এক পর্যায়ে নজরে আসে রর হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাষ্ট্রের । তারপর আমিনা খাতুনকে নতুন ঘর তৈরী করে দেন । প্রচেষ্টা সবার জন্য এর পরিচালক সমাজ সেবক শাহবাজ খান সানি সাংবাদিকেদের জানান, হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাষ্ট্র আমিনা থাতুন কে এক’শ তম ঘর প্রদান এবং টিয়া খাতুনকে ১শ”১ তম ঘর প্রদান করা হয় । আমরা শুধু ঘর নয় সেই সাথে ঘরের আসবাবপত্র খাট,বিছানা, লেপ বালিশ সহ সব ধরনের সহযোগীতা করা হয় । এ ছাড়াও তাদের বিয়ে সাদিতে সহযোগীতা করা হবে বলে জানান। ঘর দেয়ার সময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । এদিকে ঘর পেয়ে আবেগে আপ্লুত আমিনা ও টিয়া খাতুন বলেন, আমার মাথার উপর একটা ঠিকানা হলো। আমি ভাবতেই পারি নাই, আমার এত সুন্দর একটি মাথা গোজার ঠাঁই হবে। এই জন্য ধন্যবাদ জানাই । আর সানি ভাই আমার মাথার উপর ঠিকানার ব্যবস্থা করে দিলেন আল্লাহ যেন তাকে ভালো রাখে।