শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার উদ্দ্যোগে ৩৬ জুলাই গণঅভ্যুথানে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও পঙ্গুত্ত বরন কারীদের স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার(১ জুলাই) ভোর ছয়টায় পৌর এলাকার দ্বারিয়াপুর জামায়াত কার্যালয়ে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার আমির ও জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মওলানা মিজানুর রহমান । পৌর আমির মওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে সেক্রেটারী আব্দুল মালেক, সহ-সেক্রেটারী মওলানা নজরুল ইসলাম, পৌর সেক্রেটারী খালিদ সাইফুল্লাহ্, জামাত নেতা মওলানা আব্দুল লতিফ,আব্দুস সবুর,মওলানা রাফিকুল ইসলাম,মওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ । বক্তারা বলেন স্বৈরাচারী ফ্যাসিষ্ট সরকার শেখ হাসিনা কত মানষের প্রাণ কেড়ে নিয়েছে, কত মানুষকে পঙ্গুত্ববরন করতে হয়েছে । আহত নিহত বেশীর ভাগই মানূষ ছিল জামায়াতের কর্মী । শেখ হাসিনার পাপের পাল্লা এত ভারী হয়েছিল তাকে দেশ থেকে পালিয়ে যেতে হল । যা নজীরবিহীন ঘটনা । আল্লাহ্ কখনও অন্যায়কারীদের ছেড়ে দেনা না । তাই সকলকে সৎ পথে থেকে দেশের সেবা করার আহবান জানান । তিনি আরও বলেন , এখন যারা বড় বড় কথা বলছেন তারা ৫ আগষ্টের আগে কোথায় ছিল । একমাত্র জামায়াতে ইসলামী আন্দোলনের ভ’মিকা ছিল বিশাল । তাই আগামীতে জামায়াতের পতাকা তলে আসার আহবান জানান । শেষে বিশেষ দোয়া প্রার্থনা করা হয় । ##